চট্টগ্রামে ‘এক কাপ চা’ নামিয়ে নিল পুলিশ

মুক্তির অপেক্ষায় থাকা চিত্রনায়ক ফেরদৌসের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি এক কাপ চা-এর চট্টগ্রামে প্রচারণার বিলবোর্ডটি নামিয়ে নিয়েছে পুলিশ। অবৈধ বিলবোর্ডে এই সিনেমার প্রচারণার ব্যানার প্রদর্শিত হওয়ায় সিনেমার ব্যানারসহ পুরো বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে বলে চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে বিশেষ অভিযানে রোববার বিকেলে নগরীর ওয়াসার মোড় এলাকা থেকে এক কাপ চা ছবির বিলবোর্ড উচ্ছেদ করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিট্রেট নাজিয়া শিরিন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শামসুল ইসলাম বলেন, ‘বন্দরনগরী থেকে ধারাবাহিকভাবে সকল অবৈধ বিলবোর্ড উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনে রোববার নগরীর লালখান বাজার থেকে জিইসি মোড় পর্যন্ত এলাকায় বড় আকৃতির ছয়টি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। এর মধ্যে এক কাপ চা ছবিটির বিজ্ঞাপনসংবলিত বিলবোর্ডটি সিটি করপোরেশনের তালিকায় অবৈধ হওয়ায় সেটি উচ্ছেদ করা হয়েছে।’

সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা শাহ আলম আরো বলেন, ‘বিজ্ঞাপন প্রচারের জন্য বিলবোর্ড ভাড়া নেওয়ার পূর্বে সংশ্লিষ্ট বিলবোর্ডটি বৈধ কি না, তা আগে যাচাই করে নেওয়া উচিত। তা না হলে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানেরই ক্ষতিগ্রস্ত হতে হবে। আগামীতে চট্টগ্রামে কোনো অবৈধ বিলবোর্ডে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করতে দেওয়া হবে। ধারাবাহিকভাবে সকল অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করে বন্দরনগরীর প্রাকৃতিক রূপ ফিরিয়ে আনা হবে।’



মন্তব্য চালু নেই