চট্টগ্রামে একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডের বস্তিতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক একে-২২ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাস্তহারা কলোনীতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
র্যাব-৭ এর সহকারি পরিচালক ও মিডিয়া অফিসার চন্দন দেবনাথ অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে একে-২২ রাইফেল ছাড়া আর কী কী অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার হয়েছে বা কেউ আটক আছে কিনা এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু নিশ্চিত করেননি র্যাবের এই কর্মকর্তা।
চট্টগ্রামের এই বাস্তুহরা কলোনী মাদক ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। এই কলোনিকে মাদকমুক্ত করতে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল।
মন্তব্য চালু নেই