চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামী আটক
এম এ নুর মালেক, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ হাটহাজারীর চৌধুরী হাটে ব্যবসায়ী অজিদ তালুকদার হত্যার মামলার পলাতক আসামী কিলার মোঃ মনিরুর ইসলাম প্রকাশ কামরুল অস্ত্রসহ পুলিশের হাতে আটক। গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর ভোর রাতে হাটহাজারী মডেল থানা পুলিশ উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের জোড়পুকুর পাড় এলাকার জনৈক মোহাম্মদ জাকির হোসেন এর বাসা বাড়িতে অভিযান চালিয়ে ১টি দেশীয় অগ্নেয়াস্ত্র(এলজি)সহ আটক করা হয়েছে। মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এস আই নজরুল ইসলাম গাজী,এ এস আই মোঃ আনোরুল ইসলাম সঙ্গী ফোর্স নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মোঃ মনিরুর ইসলাম এর বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়।
মন্তব্য চালু নেই