চট্টগ্রামের সেই ‘জঙ্গি আস্তানা’ থেকে তিনজন আটক

চট্টগ্রামের কর্নেলহাটে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র‌্যাবের একটি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে বেশ কিছু বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭-এর পরিচালক মিফতা উদ্দিন আহমেদ জানান, অভিযান চলাচালে এ পর্যন্ত তিন জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। এছাড়া আস্তানাটি থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

একটি সূত্র থেকে তথ্য পেয়ে সকাল আটটার দিকে র‌্যাব-৭ এর দলটি অভিযানে নামে। শেখ খবর পাওয়া পর্যন্ত র‌্যাবের কয়েকজন সদস্য দরজা ভেঙে বাড়িটিতে প্রবেশ করেছে। অভিযানের সময় গোলাগুলির কোনো শব্দ পাওয়া যায়নি। আশপাশের সড়কগুলোর পাশাপাশি বাড়ির ছাদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গণমাধ্যমকর্মী ছাড়া বাড়িটির আশপাশের সড়ক দিয়ে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

গতকাল দিবাগত রাতে নগরী থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দেয়া তথ্য অনুযায়ী সকালে বাড়িটিতে অভিযান চালায় র‌্যাব। বাড়িটির ভেতরে কতজন আছেন, তাদের সাংগঠনিক পরিচয় কী, সে বিষয়ে র‌্যাব এখনও কিছু বলেনি। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।



মন্তব্য চালু নেই