চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি

চট্টগ্রামের তিন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম।

হত্যার হুমকির তালিকায় থাকা বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং চট্টগ্রাম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অশোক কুমার দাশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন হত্যার হুমকি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বুধবার সকাল ৭টা ৩৪ মিনিটে ০১৮৭৬২১৪৬৯৪ নম্বরের একটি মোবাইল নম্বর থেকে ড. অনুপম সেন, রানা দাশগুপ্ত এবং অশোক কুমার দাশকে হত্যার হুমকি দিয়ে অশোক কুমার দাশের ব্যক্তিগত মোবাইলে এসএমএস পাঠানো হয়। এ ব্যাপারে অশোক কুমার দাশ নগীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

কোতোয়ালি থানার ওসি বলেন, মোবাইল এসএমএস লেখা হয়েছে ‘মি. ইউ অ্যান্ড ইউর ফ্যামালি আওয়ার নেক্সট টার্গেট ফ্রম টুমোরো, অ্যান্ড নেক্সট ড. অনুপম সেন অ্যান্ড রানা দাশগুপ্ত। ইউ আর অল ইন্ডিয়ান এজেন্ট, আনসারুল্লাহ বাংলাটিম।’

এই এসএমএস এর ব্যাপারে তদন্ত শুরু করেছে নগর গোয়েন্দা পুলিশ এবং কোতোয়ালি থানা পুলিশ।



মন্তব্য চালু নেই