চকলেটের বেনেডিক্ট কাম্বারব্যাচ

৬ ফুট লম্বা মূর্তিতে লেগেছে ৪০ কেজি বেলজিয়াম মিল্ক চকলেট। আর ২৫০ ঘণ্টা সময় ব্যয় করেছেন ৮ জন কারিগর। মূর্তিটি হল ‘দ্য ইমিটেশন গেম’ তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচের।

এনডিটিভি জানায়, নির্মাতা দলটি এর জন্য ৩৮ বছর বয়সী বেনেডিক্টকে গভীরভারে নিরীক্ষণ করেন। এরপর তারা সিদ্ধান্ত নেন একাডেমি এ্যাওয়ার্ডের রেড কার্পেটে দেওয়া পোজের ‍উপর ভিত্তি করে মূর্তিটি বানাবেন।

প্রধান ভাস্কর টিম সিম্পসন জানান, বেনেডিক্টের চেহারা বেশ জটিল। তাই নির্মাণ প্রক্রিয়াটি চ্যালেঞ্জিং ছিল। শেষ পর্যন্ত চকলেট দিয়ে মূর্তিটি গড়তে পেরে তারা খুশি। এর জন্য তারা একটি গোপন পদ্ধতি ব্যবহার করেছেন। তাই দেখতেও হয়েছে বেনেডিক্টের মতো। ভক্তরা পছন্দ করবে বলে তাদের বিশ্বাস।

যুক্তরাজ্যে এক জরিপের মাধ্যমে ‘শার্লক হোমস’ তারকার মূর্তিটি বানানো হয়েছে। ওই জরিপে বেনেডিক্ট হারিয়েছেন ডেভিড টানেন্ট, সিন বিন ও ইদ্রিস এলবার মতো তারকাকে।

বেনেডিক্ট কাম্বারব্যাচের মূর্তিটি ৩ এপ্রিল ওয়েস্টফিল্ড স্ট্রাটফোর্ড সিটিতে প্রদর্শন করা হবে।



মন্তব্য চালু নেই