চকরিয়া মিউনিসিপ্যাল স্কুলের উদ্যোগে মানসম্মত শিক্ষা নিশ্চিতে ব্যাতিক্রম ধর্মী আর্র্ন্তজাতিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে ব্যতিক্রমধর্মী আর্ন্তজাতিক প্রচারনা কর্মসুচি পালন করেছে চকরিয়া মিউনিসিপ্যাল স্কুল কর্তপক্ষ ও বেসরকারী সংগঠন আইএসডিই বাংলাদেশ। “ক্যাম্পেইন ফর কমিউনিটি ইনটেনসিভ ইনভলপমেন্ট থ্রো কোয়ালিটি স্কুল” শিরোনামে ২৯ ডিসেম্বর ২০১৪ইং থেকে ৪ জানুয়ারী ২০১৫ইং পর্যন্ত ০৭ দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির সাথে যুক্ত ছিলেন নেপাল, কম্পোডিয়া, ফ্রান্স ও থাইল্যান্ড নাগরিকদের সমন্বয়ে এশিয়ান ইউনির্ভাসিটি ফর উইমেন্স এর তত্ত্বাবধানে আইএসডিই বাংলাদেশ ও চকরিয়া এডুকেশন এন্টারপ্রেনার কাউন্সিল এর দেশী বিদেশী স্বেচ্ছাসেকগন।
ক্যাম্পেইন ফর কমিউনিটি ইনটেনসিভ ইনভলপমেন্ট থ্রো কোয়ালিটি স্কুল শিরোনামের কর্মসূিচতে প্রথম দিন ২৯ ডিসেম্বর স্কুলের মুখ্যপরামর্শক হাজ্বী আবু মোঃ বশিরুল আলমের সভাপতিত্বে চকরিয়া মিউনিসিপ্যাল স্কুলের হলরুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন তানি তাও (কম্বোডিয়া), নান লেইংমম (থাইল্যান্ড), মিলিপা থফা (নেপাল), ক্রান্তি জৌসি (নেপাল), লি ছাই লেইম (কম্পোডিয়া), ছালো সিং (নেপাল), নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি উম্মে কুলছুম মিনু, নির্বাহী সদস্য গিয়াস উদ্দিন, স্কুলের সহ সমন্বয়কারী রেজুত আরা বেগম, রেজাউল করিম সাজ্জাদ, এন্টারপ্রেনার সুধীর চন্দ্র দাশ, আবু তাহের নুরী, শেলিনা চৌধুরী, দিলরুবা এরফান, স্কুলের শিক্ষক মোঃ মহি উদ্দিন, মেরিনা জান্নাত, জান্নাতুল বকেয়া, বাবলি দাশ গুপ্তা, এলিনা জান্নাত, ফাতেমা বুলবুল, জেসমিন আক্তার, খায়রুন্নেছা হীরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন- স্কুলের প্রিন্সিপ্যাল শেখ আজাদ কামাল টিপু।
৩০ ডিসেম্বর ৪ গ্র“পে ভাগ হয়ে কমিউনিটি পর্যায়ে সাধারন জনগনকে উদ্বুদ্ধকরণের জন্য বাড়ী বাড়ী পরিদর্শন। সকল শিশুকে স্কুলে ভর্তি করানো, যৌন নীপিড়ন হ্রাস, স্কুলকে সামাজিকীকরণ, ভর্তি প্রক্রিয়াকে জনপ্রিয় করার জন্য দৈনিক পাঁচটি গ্রামে গ্রাম সভার মধ্য দিয়ে সম্পন্ন হয়। কর্মসুচি চলাকালে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম, ও চকরিয়া-পেকুয়া আসনের এম.পি মোহাম্মদ ইলিয়াছ এর সাথে মতবিনিময় করা হয়।
৩১ ডিসেম্বর চকরিয়া মহিলা কলেজ, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কোরক বিদ্যাপীঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: কলেজের অধ্যক্ষ এএম মঞ্জুর হোছাইন চৌধুরী। বিকালে মিউনিসিপ্যাল স্কুলের ভিনদেশী গানের প্রশিক্ষণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১ জানুয়ারী স্কুল মিলনায়তনে বর্ষ বরণ অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পরিষদের সভাপতি উম্মে কুলছুম মিনু সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক সাংবাদিক জহিরুল ইসলাম, শেখ আজাদ কামাল টিপু, গিয়াস উদ্দিন, শিক্ষকবৃন্দ। গ্লিডিয়ার্স ফুলের স্টিকার বিনিময়ের মধ্য দিয়ে আর্ন্তজাতিক অংশগ্রহণকারীদের নতুন বছরের ধন্যবাদ জানানো হয়। বিকালে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য পুস্তক বিতরণ উৎসব হাজ্বী আবু মোহাম্মদ বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন সকল শিক্ষার্থী, অভিভাবক, এন্টারপ্রেনার, সরকারি প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ।
২ জানুয়ারী মানিকপুরের ঐতিহ্যবাহী বৌদ্ধ টেম্পল পরিদর্শনে যান। সেখানে সংক্ষিপ্ত বৈঠকে মিউনিসিপ্যাল স্কুলের মান সম্মত শিক্ষার কথা তুলে ধরে প্রিন্সিপ্যাল শেখ আজাদ কামাল টিপু বক্তব্য রাখেন।
৩ জানুয়ারী ৫টি গ্রাম সভা অনুষ্ঠিত হয়।
৪ জানুয়ারী স্কুল মিলনায়তনে স্কুলের ক্যাম্পেইনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই