ঘড়ি নয় এবার ঘুম ভাঙাবে আপনার বিছানা!
ঘুম ভাঙাতে সকাল ৭টা বাজতে না বাজতেই কানের কাছে বেজে ওঠে বিটকেল শব্দের অ্যালার্মটা। সময় হয়ে গেলেও চোখ জুড়ে তখনো যে ঘুম।
অগত্যা অ্যালার্মটা বন্ধ করে ভেবে নেয়া ‘আর একটু পড়ে উঠি’। কিন্তু একটু পড়ে উঠে ঘড়ির দিকে চোখ পড়তেই হাইহুতাশ।
অফিস পৌঁছানোর জন্য হাতে আর ১০ মিনিট বাকি। কোনো রকমে না করেই প্রায় দৌড়ে অফিসে ঢোকা।
কিন্তু তাতে শেষ রক্ষা হয় না। আজো লেট, কালও লেট- অফিসে ঢোকা মাত্রই বসের মেজাজ খারাপ। এরকমটা রোজই কারো না কারোর সঙ্গে হয়।
কিন্তু এবার থেকে আর হবে না। কারণ আপনাকে ঘুম থেকে তোলার দায়িত্ব নেবে আপনার বিছানা।
শুনে অবাক হচ্ছেন! অবাক হতে পারেন। যদি শোনেন এই বিছানা কীভাবে আপনার ঘুম ভাঙাবে।
ইঞ্জিনিয়ার কলিন ফুর্জে বানিয়েছেন এক অভিনব ‘হাই ভোল্টেজ ইজেক্টর বেড’। রাত শেষ হয়ে ভোরের আওয়াজ যেই না কানে এল অমনি এই বিছানা আপনাকে ছুড়ে ফেলে দেবে নিচে।
অ্যালার্মের মত আর কোনো সুযোগ আপনি পাবেন না। ঘুম ভেঙে উঠতে বাধ্য। অফিস করাটাও হয়ে গেল সময়মত। আর বসের চোখ রাঙানি দেখতে হবে না।
মন্তব্য চালু নেই