ঘোড়ায় চড়ার অভ্যাস বাড়াবে শিশুর বুদ্ধিমত্তা
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে যে ঘোড়ায় চড়ার অভ্যাস শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। এ অভ্যাসের কারণে স্মরণশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
টোকিও কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন ঘোড়ায় চড়ার সময় যে কম্পন তৈরি হয় তা শিশুর মস্তিষ্কের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উজ্জীবিত করে। অর্থাৎ যখন আপনার শিশু ঘোড়ার পিঠে থাকবে তার জ্ঞান অর্জনের ক্ষমতা বাড়তে থাকবে।
গবেষকরা শিশুদের ঘোড়ায় চড়ার আগে ও পরে তাদেরকে বিভিন্ন প্রশ্ন ও অংকের সমাধান করতে দেন। এভাবেই তাদের মধ্যকার পরিবর্তন যাচাই বাছাই করেন। তারা দেখতে পান যে ঘোড়ায় চড়ার পর তাদের মধ্যে বিস্ময়কর পরিবর্তন এসেছে। কিন্তু অংকের সমাধানের ক্ষেত্রে এ অভ্যাস কারযকর প্রমাণ করতে পারেনি তারা।
বিশেষজ্ঞদের মতে, ঘোড়ায় চড়ার অভ্যাসের ফলে শুধুমাত্র শিশুদের স্মরণশক্তি, নতুন কিছু শেখার ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতাকেই বাড়ায়।
প্রোফেসর মিতসুকি ওহতা বলেন, ঘোড়ার প্রতি পদক্ষেপে তিন মাত্রার ত্বরণ সৃষ্টি হয়। ঘোড়ার পেলভিস মানুষের শরীরে সংবেদনশীল ইনপুট পাঠায়। আমি মনে করি যারা ঘোড়ায় চড়ে তাদের মধ্যে ভিন্নতা আসে এ ত্বরণের জন্য।
সূত্র : ইনডিপেন্ডেন্ট ইউকে
মন্তব্য চালু নেই