ঘোড়ার চোটে আহত রণবীর

ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে আহত হলেন বলিউড হিরো রণবীর সিং। ‘রামলীলা’য় তার লীলা শেষে ‘গুন্ডে’র গুন্ডামিও তাকে দূর্ঘটনা থেকে বাঁচাতে পারলোনা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯ বছর বয়সী এ অভিনেতা।

সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবির শুটিংয়ে ঘটে এই দূর্ঘটনা। ছবির একটি দৃশ্যের প্রয়োজনে ঘোড়ায় চড়তে হয় রণবীরকে। হঠাৎ ঘোড়া থেকে পড়ে গেলেন তিনি। চোট পেলেন কাঁধে। তবে ব্যাথা পেয়েও মুখে হাসি টেনে জানিয়েছিলেন ‘মার্দ কো দার্দ নেহি হোতা অউর বড়ি বড়ি দেশোমে ছোটি ছোটি বাতেঁ হোতিই রেহতে হ্যায়’।

জয়পুরে এই ব্যাথাকে হালকা ভাবে উড়িয়ে দিলেও প্রায় একমাস পর হাড়ে হাড়ে টের পাচ্ছেন, ‘মার্দ কো দার্দ হোতা হ্যায়’। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। এমনকি কাঁধে অস্ত্রোপচারও করা হবে।

এরপর আপাতত ৩ সপ্তাহ বিশ্রাম রণবীরের। ডাক্তার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এর মধ্যে কোনও অ্যাকশন দৃশ্যে অংশ নিতে পারবেন না তিনি। শুটিং করতে পারবেন ঠিকই, তবে শারীরীক চাপ নিয়ে কোন কাজ করা যাবে না।



মন্তব্য চালু নেই