ঘূর্ণিঝড়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু, আহত ৫

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় টিনের ঘরের চাল পড়ে রাজিব (১২) নামে নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এনে ভর্তি করানো হয়েছে।

শনিবার (২১ মে) দুপুরের দিকে প্রচণ্ড গতিতে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূলে আঘাত হানার পর এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় টিনের ঘরের চাল পড়ে রাজিব (১২) নামে নামে একজন শিশুর মৃত্যু হয়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফারির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ‘ঝড়ে পরা আম কুড়ানোর সময় ঘরের চালা উড়ে রাজিবের গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এরপর তাকে চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া নগরীর বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গুরুতর আহতবস্থায় চমেকে এনে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, সনাধর (২০), এনামুল হক (৪০), আজাদ (২৫), আব্দর রহিম (৪৫) ও ঝুমু রুদ্র (২৩)।



মন্তব্য চালু নেই