ঘূর্ণিঝড়ে উদ্দাম নৃত্য [ভিডিও]
এই দৃশ্য দেখলে আপনার নিশ্চিত মনে হবে, কীভাবে পার্টি করতে হয় এটা শুধু অস্ট্রেনিয়ানরাই ভালো জানে! এমনকি প্রবল ঘূর্ণিঝড়েও থেমে থাকে না তাদের উদ্দাম পার্টি।
ম্যাশেবলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যাচ্ছে, ভূপৃষ্ঠে একটি মিনি বালুঝড়ে গান বাজিয়ে উৎসব করছে এক দল তরুণ তরুণী। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার একেবারে গ্রাম অঞ্চলের দৃশ্য এটি।
এই ভিডিওটি ধারণ করেছে ইউটিউবি ছেড়েছে SynapticTV নামে একটি চ্যানেল।
মন্তব্য চালু নেই