ঘিওর-এ যুবকের মৃতদেহ উদ্ধার
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2015/05/লাশ-উদ্ধার.jpg)
জেলার ঘিওর উপজেলার সিংজুড়ী ইউনিয়নে বিলনালাই গ্রামে বেলায়েত হোসেন (৩৮) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার সময় গ্রামের সায়েদ আলীর বাড়ির আঙিনা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত বেলায়েত হোসেন সদর উপজেলার ভাটবাওর গ্রামের নায়েব আলীর ছেলে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমাড় জানান, বেলায়েত হোসেন চার বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। দুই বছর ধরে তিনি জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে বেড়াতেন বলে তার পরিবার জানিয়েছেন।
সকালে ছোট বিলনালাই গ্রামের সায়েদ আলীর বাড়ির আঙিনায় বড়োই গাছের নিচে বেলায়েত হোসেনের মৃতদেহ পড়ে থাকা দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। অতঃপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন।
উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমাড় আরো জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা ও দায়ের করা হয়েছে।
মন্তব্য চালু নেই