ঘিওরের জোঁকা গ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ জন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার জোকা গ্রামে বৃহস্পতিবার সকালে এক মাইক্রোবাসের ধাক্কায় আবদুল মান্নান (৩৮) নামের একজন নিহত হয়েছেন।

জানা যায় তিনি পার্শ্ববর্তী ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাটাইকোনা গ্রামের নওশের আলীর ছেলে। মান্নান পেশায় একজন সবজি ব্যবসায়ী। স্ত্রী ও চার ছেলেকে নিয়ে সংসার থাকায় মান্নান প্রতিদিনের মতো সকালে সবজি বিক্রি করতে মানিকগঞ্জ যাওয়ার জন্য জোকা গ্রামে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

সকাল সাড়ে ছয়টার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পাশের জলাশয়ের পানিতে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে মান্নান নিহত হন। মাইক্রোবাস রেখেই চালকসহ অন্যরা অক্ষত অবস্থায় পালিয়ে যায়।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী মো. আকরামুজ্জামান জানান যে, মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মাইক্রোবাসটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই