ঘানার কাছে হার আর্জেন্টিনার
অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় হারের তিক্ত স্বাদ নিয়েছে প্রতিযোগিতার ফেবারিট দল আর্জেন্টনা। আফ্রিকার দেশ ঘানা ৩-২ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার যুব দল আর্জেন্টিনাকে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে ঘানা। এর পুরস্কারও পেয়েছে দলটি। ৪৩ মিনিটে আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছে তারা। গোল করেছেন টেটাহ।
বিশ্রামের পর আরও দুইবার আর্জেন্টিনার জালে বল পাঠিয়েছে ঘানা। একটি করে গোল করেছেন এবোগিয়ে (৫৯ মিনিট) ও ইবোয়া (৬৯ মিনিট)। গোল শোধে মরিয়া আর্জেন্টিনা জয় না পেলেও শেষ দিকে দুটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছিল। গোল করেছেন সিমিওন (৮০ মিনিট) ও বুন্ডিয়া (৮৯ মিনিট)।
এদিকে অস্ট্রিয়া অনূর্ধ্ব-২০ ফুটবল দল ২-১ গোলে পানামাকে, ইউক্রেন ৬-০ গোলে মিয়ানমারকে এবং যুক্তরাষ্ট্র ৪-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
মন্তব্য চালু নেই