ঘাটাইলে সুশীল সমাজ যুব সংঘের আলোচনাসভা ও র্যালী
“আসুন নিরক্ষতা দূর করী শিক্ষিত সমাজ গড়ি এ শ্লোগানকে” সামনে রেখে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের আড়ালিয়ায় গতকাল ০২ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে সুশীল সমাজ যুব সংঘের আলোচনাসভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বর্নাঢ্য র্যলিটি আড়ালিয়া, নাটশালা, কালিয়াগ্রাম, মুজাহাটী গ্রাম প্রদক্ষিণ শেষে আড়ালিয়া সুশীল সমাজ যুব সংঘের নিজস্ব কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সৈয়দ সোহাগ এর সভাপতিত্বে সুশীল সমাজ যুব সংঘ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বদরুজ্জামান স্বাধীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন মাখন, সাবেক ইউপি সদস্য সৈয়দ শামসুল আলম (লাল মিয়া) ও সুশীল সমাজ যুব সংঘের সদস্য মাজেদুর রহমান, ইমান আলী প্রমুখ।
মন্তব্য চালু নেই