ঘাটাইলে রেজিস্টার বিহীন মোটরসাইকেলের ছড়াছড়ি
প্রতিদিন ঘাটাইল-সাগরদিঘী সড়ক ও উপজেলার পূর্ব, পশ্চিমের বিভিন্ন কাঁচাপাকা সড়কগুলিতে চলাচল করছে রেজিস্টার বিহীন মোটরসাইকেল। জানা গেছে, কিছুদিন পূর্বে সরকারের নির্দেশে রেজিস্টার বিহীন মেটরসাইকেল আটকের হিড়িক পরলে এসব মোটরসাইকেলে মালিকরা গাড়িগুলো না চালিয়ে বাড়িতে রেখে দেয়। বর্তমানে আটক অভিযান না থাকায় মটরসাইকেল ধারীরা সড়কগুলোতে আবারো নিবিঘেœ চলাচল করছে। সরকারি নির্দেশ থাকার পরেও রাজনৈতিক নেতা, সাংবাদিক, প্রশাসন যেই হউক না কেন সবাই আইন মেনে মটরসাইকেল রাস্তায় বের করার নির্দেশ থাকলেও অদৃশ্য শক্তির জোরে উপজেলার বিভিন্ন সড়কে রেজিস্টার বিহীন মটরসাইকেলের দৌড়াত্ম বেশ লক্ষনীয়। এদিকে সম্প্রতি উপজেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত পুলিশ কর্তৃক রাস্তার বিভিন্ন নির্জন স্থানে ক্ষণিকের চেকপোস্ট বসিয়ে রেজিস্টার বিহীন মরটসাইকেল আটক অভিযান চালিয়ে মামলার বদলে অধিকাংশ সময়ই অর্থবানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কামাল হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি আমাদের সংবাদকর্মীকে জানান, সরকাররের নির্দেশ আসার পর থেকে উপজেলার কোন না কোন স্থানে চেকপোস্ট অব্যাহত আছে এবং ২/৪ টি রেজিস্টার বিহীন মটরসাইকেল প্রতিদিন আটক করা হচ্ছে।
মন্তব্য চালু নেই