ঘাটাইলে ভালোবাসায় সিক্ত দৈনিক যায়যায়দিন
আস্তে আস্তে সবাইকে একত্রিত করে ঘাটাইলে দৈনিক যায়যায়দিন কে ভালোবাসায় সিক্ত করলেন ঘাটাইল উপজেলা গণ্যমান্য শিক্ষক, রাজনীতিবিদ, সুশীল সমাজের লোকজন। তাইতো এ উপলক্ষে শনিবার দৈনিক যায়যায়দিন ১০ বৎসর পূর্তি সবার ভালোবাসা প্রকাশ করতে একত্রিত হয়েছিলেন অনুভূতি প্রকাশে। ভালো চিরদিনই সুন্দর হয় দৈনিক যায়যায়দিন পর্বত চূড়ার মত দন্ডায়মান আছে সারাবাংলাদেশ জুড়ে।
সম্মিলিতভাবে ১০ বৎসর পূর্তি উপলক্ষে ঘাটাইল জেজেডি ফ্রেন্ডস ফোরাম আয়োজন করেছিল বর্ষপূর্তি অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ঘাটাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে একটি আনন্দঘন পরিবেশে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।
ফোরারামের আহবায়ক নজরুল ইসলাম চানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক যুলফিকার-ই-হায়দার, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাসুদুর রহমান আজাদ, যুবদল নেতা মোঃ রফিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিন ঘাটাইল সংবাদাতা উত্তম আর্য্য, রফিকু রাজু স্কুল এর শিক্ষক মোঃ মালেক ভূঁইয়া, ঝুমুর দাস, ফরহাদ রহমান, সাপ্তাহিক পূর্বাকাশের স্টাফ রিাপার্টার ও এলেঙ্গা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজল আর্য, জিবিজি কলেজ শাখার সভাপতি মোঃ কবির হোসেন জাহিদ, সাধারণ সম্পাদক পলাশ মিত্র, রিপন মিয়া, মুক্তার হোসেন, ঘাটাইলের কথা ফেইসবুক গ্র“পের প্রচার সম্পাদক মোঃ সাংবাদিক খায়রুল ইসলাম, কবি সালামন চান তরফদার, শিবলু রাজ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, জেলা মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্মলীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোঃ খোরশেদ আলম, ঘাটাইল ওয়াল্টন ডিলারসীপের স্বত্বাধিকারী নাজমুল হাসান, ঘাটাইল দর্জি সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী তালুকদার এরা সবাই উপস্থিত থেকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে পৌর মিলনায়তনে মোমবাতি প্রজ্বলিত করে কেক কেটে ১০ বৎসর পূর্তিকে মহিয়ান করে রাখে সবাই। পরিশেষে চা চক্রের মাধ্যমে দৈনিক যায়যায়দিনের সাফল্য কামনা করে যার যার গন্তব্যে ফিরে যায়
মন্তব্য চালু নেই