ঘাটাইলে বোরোর বাম্পার ফলন হলেও বাজার মূল্যে কৃষক হতাশ

ঘাটাইল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গত বছরের তুলনায় এবছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দাম না পাওয়ায় হতাশায় ভুগছে কৃষক। প্রতি বিঘা জমিতে ধান হয়েছে ২০ থেকে ২৭ মণ। বর্তমানে হাট-বাজারগুলোতে নতুন ব্রি-২৮ ধান প্রতিমণ ৪০০ থেকে ৫০০ টাকা দরে ক্রয়-বিক্রয় হচ্ছে। এবছর বাজারে নতুন ধানের ন্যায্য মুল্য না পাওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।

চলতি মৌসুমে বোরো ধান রোপন শুরু থেকে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে ব্রি-২৮ ধান কাটা প্রায় শেষ হয়েছে।

ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের রতন বরিষ গ্রামের কৃষক মোঃ আব্দুস সালাম, মোঃ ইউসুফ মিয়া সহ অনেকে জানান-ইরি-বোরো চাষাবাদ করতে পানি সেচ, আগাছা পরিষ্কার, কীটনাশক, সারসহ ধান কাটা মাড়াই করতে বিঘা প্রতি ৮ হাজার থেকে ৯ হাজার টাকা খরচ হয়েছে।

এবছর ইরি-বোরো ধান অতি কষ্ট করে রোপণ করেছি। ধানের ফলন বাম্পার হলেও বাজারে দাম না থাকায় খুব হতাশার মধে রয়েছি।

আর বর্তমানে ধানের বাজার বেশি না হলে কৃষকের ঘরে ফসলের খুশির আনন্দের পরিবর্তে অন্ত থাকবেনা দুঃখেরো।

আর তাই সাধারন কৃষকের দাবি একটাই ধানের নায্য মূল্য।



মন্তব্য চালু নেই