ঘাটাইলে ফারিয়া’র মানববন্ধন

মঙ্গলবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারী নতুন স্কেল সপ্ত গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্য স্ফীতির কথা বিবেচনা করে টি/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকরীর নিশ্চয়তা প্রদান, সংগঠন (ফারিয়া) কে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান, আমাদের সাপ্তাহিক ছুটি সহ সকল ছুটি প্রদানের বিধান সহ  ৫ দফ দাবী আদায়ের লক্ষ্যে মানবন্ধন সহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘাটাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ঘাটাইল উপজেলা চত্বরের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস রিপ্রিজেনটিভ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ গোলাম আজম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হামিদ প্রমুখ। মানববন্ধন প্রসঙ্গে সভাপতি মোঃ গোলাম আজম মিয়া বাদল জানায় যে পর্যন্ত আমাদের দাবী দাওয়া পূরণ না হবে সে পর্যন্ত আমরা আন্দোলন করে যাব প্রয়োজন হলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করব।



মন্তব্য চালু নেই