ঘাটাইলে তোড়জোড় শুরু হয়েছে ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে  টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার প্রতিটি ইউনিয়নেই তোড়জোড় শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের। উপজেলায় বর্তমানে মোট ১৪ টি ইউনিয়ন থাকলেও তিনটি ইউনিয়ন নতুন হওয়াতে এবার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সরকার আইন সংশোধিত হওয়ায় প্রার্থীরা এখন দলীয় প্রতীক পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছে।
এবার সারাদেশে পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিপুল বিজয়ের কারণে সরকার দলীয় প্রতীক পেতে তৎপর হয়ে উঠেছে অধিকাংশ প্রার্থী। উপজেলা ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের সমর্থন আদায়ে জোর লবিং শুরু করেছে আওয়ামী লীগ সমর্থকরা। তবে অধিকাংশ এলাকাতেই একাধিক প্রার্থী থাকায় কার ভাগে ছিঁকে ছিড়বে তা নিয়ে দুঃশ্চিন্তায় অনেকেই।
অন্যান্য দলের মধ্যে বিএনপি সমর্থক প্রার্থীরাও দলীয় মনোনয়ন পেতে লবিং শুরু করেছেন। তবে বিএনপিতে একক প্রার্থী থাকবে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
তবে জামায়াত বিএনপির সাথে একটা সমঝোতায় যাবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এদিকে সর্বত্র ভোটারদের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে। অনেক প্রার্থী তাদের সাথে দেখা সাাৎ করছেন। তাদের দোয়া চাইছেন, সমর্থন আাদায়ের চেষ্টা করছেন।


মন্তব্য চালু নেই