ঘাটাইলে উন্নয়ন মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিন সম্পন্ন
উন্নয়ন, উৎপাদন ও উদ্ভাবনশীলতার উন্নয়নে আমাদের অর্জন এবং আগামীর লক্ষ্য বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয়ে আজ বুধবার বিকাল ৪ টায় টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আছমা আরা বেগম এর সভাপতিত্বে উন্নয়ণ মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ,কে,এম শামসুল হক, জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মণি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. কাজী হামিদুল হক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এ সময় তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিষয় তুলে ধরেন।
৩দিন ব্যাপী উন্নয়ন মেলা গত ২৮ সেপ্টেম্বর সোমবার শুরু হয়। এতে মোট ১৫ স্টল অংশগ্রহন করেছিলো। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সকল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য চালু নেই