ঘাটাইলে আওয়ামীলীগের জনসভা অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলার ঘাটাইলে আওয়ামীলীগের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ আজ ২৯ জুলাই (বুধ বার) ঘাটাইলে উপজেলা আওয়ামীলীগ জনসভায় সভাপতিত্ব করেন সাবেক ভিপি ও ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক জনাব মোঃ শহিদুল ইসলাম লেবু।
প্রধান অতিথি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব এড জোয়াহেরুল ইসলাম (সাবেক ভিপি)।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – বীর মুক্তিযোদ্ধা জনাব আজমল হোসেন ,(চেয়ারম্যান, বি.আর.ডি.ভি ও সম্মানিত সদস্য, জেলা আওয়ামীলীগ,টাঙ্গাইল),
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জনাব মাসদুল হক মাসুম (মেয়র ভূয়াপুর পৌরসভা ও আহবায়ক ভুয়াপুর উপজেলা আওমীলীগ), জনাব তানভীর হাসন (ছোট মনি), জনাব রহিম মিয়া,( সাবেক চেয়ারম্যান,সন্ধানপুর ইউনিয়ন পরিষদ ও যুগ্ন আহবায়ক, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ), জনাব মোঃ সোহেল কমিশনার, টাঙ্গাইল পৌরসভা, জনাব শহীদুজ্জামান শহিদ,(সাবেক ভিপি ও যুগ্ন-আহ্বায়ক, উপজেলা আওয়ামীলীগ,ঘাটাইল), জনাব বাদল তরফদার, জনাব মোঃ মাহমুদুল হাসান মারুফ,(সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ)
প্রধান অতিথি জনাব এড জোহায়েরুল ইসলাম খুব শিগ্রই শহীদ বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যার খুনিদের গ্রেফতার ও ফাসির দাবী জানান।
উক্ত জনসভায় ঘাটাইল সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১৫ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই