ঘরে বসে তৈরী করুন শ্রীমঙ্গলের ৭রঙে রঙিন চা…

৭ রঙের চা সবার কাছেই খুব আকর্ষণীয়। এর আগে অনেকেই ৭ রঙের চা আমার কাছে খুজেছেন। তাই আজ বিডি রমণী আপনাদের দিচ্ছে শ্রীমঙ্গলের ৭রঙে রঙিন চা এর পারফেক্ট রেসিপি। যদিও এই পদ্ধতি কারো সাথে শেয়ার করে না। তাই অনেক কষ্টে যোগার করতে হল। তাহলে জেনে নিন রেসিপিটি।
উপকরণ
✿ চা পাতা
✿ চিনি
✿ কনডেন্স মিল্কের
প্রণালী
►প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিতে হবে।
►পরিমাণ মতো পানি এবং চা tea পাতা চুলায় জ্বাল দিয়ে লিকার তৈরী করে নিন।
►১ টেবিল চামচ লিকার ও ১ চামচ সিরা মিশিয়ে রাখুন।
►তারপর ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সাথে ১ টেবিল চামচ লিকার মিশিয়ে নিতে হবে।
►তারপর একটা কাপে প্রথমে প্লেইন সিরা ঢেলে নিয়ে ২০ সেকেন্ড পরে সিরা মেলানো লিকার টা দিতে হবে।
►এর ৩০ সেকেন্ড পরে কনডেন্স মিল্কের milk মিশ্রন দিতে হবে।
►তার ১ মিনিট পর বাকি লিকারটুকু গরম করে একদম কাপের ধার ঘেষে আস্তে আস্তে ঢালতে হবে।
মন্তব্য চালু নেই