ঘরের ভেতরে নয়, রাজপথে আন্দোলন হবে

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, ‘আর ঘরের ভেতরে নয়, রাজপথে আন্দোলন করতে হবে। রাস্তাঘাট কারো একার সম্পত্তি না, রাস্তাঘাট আমরা হাসিনাকে ইজারা দেয়নি। দেশ হাসিনাকে ইজারা দেয়নি। আন্দোলন রাজপথেই হবে।’

বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আর কোনো ‘গুম, খুন, হত্যা নয় ব্যর্থ জালিমশাহী ক্ষমতা ছাড় ও মানবাধিকার গণতন্ত্র ফেরত চাই’ শীর্ষক জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের জীবনমৃত্যুর মালিক দিল্লি নয়, হাসিনা নয়। শেখ হাসিনা কত মানুষকে খুন করতে চাই? কত নেতাকর্মীকে কারাগারে আটকে রাখতে চাই?’

মোদির উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন হতে চেষ্টা করবেন। আমাদের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ানোর চেষ্টা করুন, গোলাম বানানোর চেষ্টা করবেন না।’

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে শফিউল আলম বলেন, ‘উপরওয়ালার (সরকার) হুকুমের কথা বলে আপনারা নেতাকর্মীদের অত্যাচার করেন। মনে রাখবেন পুলিশ হাসিনা-খালেদার বাহিনী নয়। পুলিশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাহিনী।’

এ সময় শফিউল আলম আক্ষেপ করে বলেন, ‘ভোটাধিকার হারিয়ে অবৈধ সরকারকে মেনে নিতে হচ্ছে। রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার জন্য লজ্জাজনক।’

সমাবেশে নগর জাগপা সভাপতি আসাদুর রহমান খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সানাউল্লাহ সানু, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি আসলাম মাতববার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান কবীর, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন আজাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই