ঘন কুয়াশায় ও চলবে ফেরি জেলা প্রশাসকের প্রচেষ্টায় সংযোজন হচ্ছে ফগ-লাইট

ঘন কুয়াশায় ও চলবে ফেরি এবার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রত্যেকটি ফেরির সাথে সংযোজন হচ্ছে ফগ-লাইট যা যে যে কোন ধরনের কুয়াশার মধ্যে পথ দেখাতে সহায়তা করবে। গত বছরের শেষের দিকে এবং এ বছরের প্রথম দিকে নৌপথে নৌযান চলাচলে ভ্যাপক বাধার সৃষ্টি করে ঘন কুয়াশা।

যার ফলে জনসধারনকে অনেক কষ্ট সাধন করে নদী পার হতে হয়। গত শীত মেীসুমে বেশ কয়েকদিন সন্ধ্যা হতে পরের দিন সকাল পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকে। এ কষ্টের কথা ভেবে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান নিজে উদ্যোগ গ্রহন করে উন্নত দেশের মতো যাতে ফেরিতে ফগ-লাইট সংযোজন করা হয়। এর কার্যক্রম হিসেবে গত ২৯ ডিসেম্বর নৌ পরিবহন মন্ত্রনালয়ে একটি পত্র প্রেরন করেন।

ওই পত্রের কার্যক্রম দাবী সমুহ পালন করার জন্য নৌ-পরিহন মন্ত্রনালয় গত ২ এপ্রিল নৌ পথে যোগাযোগ নিশ্চিত করার জন্য বিআইডিবিউটিসিকে নির্দেশ প্রদান করে যার কাজ চলমান রয়েছে। ফেরিতে ফগ-লাইট সংযোজন কাজের সমাপ্ত হলে আর কুয়াশার জন্য নৌযান চলাচলের কোন বাধা থাকবে না।



মন্তব্য চালু নেই