ঘনিষ্ট দৃশ্যে আমার আপত্তি নেই : স্বস্তিকা

চুমু হোক কিংবা ঘনিষ্ঠ দৃশ্য, যৌনতার ছিটেফোঁটা গন্ধ থাকলেই সেই সিনেমার গল্প ফেরে লোক মুখে। কিন্তু অভিনেতাদের কাছে এমন দৃশ্যে অভিনয় করাটা বাকি আর পাঁচ দৃশ্যের মতই সমান, আলাদা কোনও উত্তেজনা বা সঙ্কোচের জায়গা নেই, স্পষ্ট উক্তি বঙ্গতনয়া স্বস্তিকার।

‘আমি ও আমার গার্লফ্রেন্ড’- ছবিতে শ্রী-এর শরীরি উষ্ণতা থেকে ‘ব্যোমকেশ বক্সী’তে আঙ্গরুবালা আবেদন, টলিউডের এই পাঞ্চালীতে মুগ্ধ সিনেপ্রেমীরা।

পর্দায় উত্তেজনার ঝড় তুলতে এই সুন্দরীর জুড়ি মেলা ভার। কিন্তু এমন দৃশ্যে অভিনয় করাটা স্বস্তিকার কাছে বলতে গেলে জলভাত। আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতই তিনি এইসব ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে থাকেন।

1391085078

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা জানিয়েছেন, “ ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার জড়তা আমার কোনদিন ছিল না।

তাছাড়া বাংলায় সিনেমা এখন অনেক সাবালক সেখানে চুমু বা ঘনিষ্ঠে দৃশ্যে অভিনয় করাটা কোন ব্যাপারই না”। আর এই রেশ টেনেই তিনি বলেন, “আজকাল পরিচালকরা এমন সর ছবিই বানাচ্ছেন যেখানে যৌনতা স্বাভাবিক ভাবেই জায়গা করে নিয়েছে”।

swastia

স্বস্তিকা আপাতত ব্যস্ত আছেন তাঁর আপকামিং ছবি ‘সাহেব বিবি গোলাম’এর শুটিংয়ে।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। এই ছবিতে স্বস্তিকার অভিনয় বেশ প্রশংসিত।



মন্তব্য চালু নেই