গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে সম্মেলনে খালেদা
গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ইসলামী ঐক্যজোটের (রকিব) জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের অন্যতম শরিক দলের এ সম্মেলনে যোগ দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন দলের সদ্য ভারমুক্ত হওয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রসঙ্গত, রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গত ৩০ মার্চ বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার জন্য এ দিন ধার্য ছিল। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ২৮ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন। আদালত আগামী ২৭ এপ্রিল পরোয়ানা জারি সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
মন্তব্য চালু নেই