গ্রেনেড হামলাকারীদের বিচার দাবিতে রাবিতে মানববন্ধন
ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সোয়া ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ মানববন্ধন করে প্রগতিশীল শিক্ষক সমাজ।
সমাবেশে বক্তব্য দেন, প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক ড. রকীব আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান, রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা প্রমুখ।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা গ্রেনেড হামলাকারীদের পাশাপাশি এর মদদদাতাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একই দাবিতে বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত দলীয় টেন্ট থেকে মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পস প্রদক্ষিণ করে পুনরায় টেন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব সমাবেশে বক্তব্য দেন।
মন্তব্য চালু নেই