গ্রীষ্মকালীন ছুটিতে রাবি ও রুয়েট

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে গ্রীস্মকালীন ছুটি। রাবির ছুটি চলবে ৩১ মে ও রুয়েটের ২২ মে পর্যন্ত।

রাবির উপ-প্রধান তথ্য অফিসার মো. সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৭ থেকে ৩১ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ থাকবে। তবে বন্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চুড়ান্ত পরীক্ষা চলবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২১ থেকে ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে হল বন্ধের বিষয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক এস এম এক্রাম উল্যাহ বলেন, ‘গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধের দিনগুলোতে (২১ থেকে ৩০মে) আবাসিক হলগুলো বন্ধ রাখার জন্য সুপারিশ করা হয়েছে।’

এদিকে রুয়েটেও বৃহস্পতিবার থেকে গ্রীস্মকালীন ছুটি শুরু হচ্ছে। বুধবার সন্ধ্যায় রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুয়েটে গ্রীষ্মকালীন ছুটি ৭ থেকে ২২ মে পর্যন্ত চলবে। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও একাডেমিক কর্মকান্ড বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী বিভিন্ন বিভাগে অব্যহত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আগামী ৯ থেকে ১৩ মে পর্যন্ত রুয়েটের প্রশাসনিক কর্মকা- চলবে এবং ওই সময়ে অফিসের সময়সূচী হবে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। ১৫ থেকে ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরী বিভাগ সমূহে সীমিত পরিসরে কর্মকান্ড চলবে। গ্রীস্মকালীন ছুটি শেষে আগামী ২৩ মে থেকে রুয়েটে সব ধরনের কর্মকান্ড পুনরায় শুরু হবে।

 



মন্তব্য চালু নেই