গ্রামের পথে নিলয়ের লাশ
ব্লগার নিলাদ্রী চ্যাটার্জির লাশের ময়না তদন্ত ঢাকায় সম্পন্ন হওয়ার পর তার লাশ নিয়ে পিরোজপুরের গ্রামের বাড়ি চালিশার পথে রওয়ানা দিয়েছেন স্বজনরা। রাত ৯টা নাগাদ লাশ পিরোজপুরে এসে পৌঁছাতে পারে।
টোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সোবাহান খান বলেন, ‘লাশ গ্রামের বাড়িতে আসছে। নিলয় ভালো ছেলে। তার হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
ভাই নিহত ঘটনায় বোন জয়শ্রী চ্যাটার্জি বলেন, ‘আমার ভাইয়ের কি অপরাধ ছিল যে তাকে এভাবে মেরে ফেলতে হলো। আমাদের বেঁচে থেকে কী লাভ। আমরা কি পাব আমার ভাই হত্যার বিচার?’
তিনি বলেন, ‘আমার ভাইয়ের আগে চার জন ব্লগারকে হত্যা করা হয়েছে। তাদের হত্যার কোনো বিচার হয়নি। তাই আমি ও আমার পরিবার আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার নিয়ে শংকিত।’
ব্লগার নীলাদ্রী ১০ নভেম্বর ১৯৮৯ সালে পিরোজপুর সদর উপজেলার চলিশা গ্রামে জন্মগ্রহণ করে।
মন্তব্য চালু নেই