গ্রামের ছেলে ফেসবুকের ভুল ধরিয়ে পেলেন ১ লাখ ২৪ হাজার

ভারতের রাজস্থানের প্রত্যন্ত এলাকার ছেলে কৃষ্ণ কুমার। তবে প্রযুক্তি নিয়ে রয়েছে ব্যাপক উৎসাহ। আর সেই সুবাদেই পেলেন ১ লক্ষ ২৪ হাজার টাকা। ফেসবুকের একটা বড়সড় ভুল ধরিয়ে দেয়ায় এই টাকা তাকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে।

কৃষ্ণ কুমার দেখে সে পেইজ থেকে বেরোনোর পরও ফেসবুক থেক লগ আউট করতে পারছে না। ২০১৪ সালে এই সমস্যা তার দৃষ্টি আকর্ষণ করে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে শুরু করে সে। তৈরি করে একটি ভিডিও। এরপর সেই ভিডিও পাঠিয়ে দেয় ফেসবুকের সিকিউরিটি সেন্টারে। কিছুদিন পরে তার এই কাজে খুশি হয়ে অভিনন্দন জানায় ফেসবুক। সমস্যা সমাধানও করে দেয়। ফেসবুক নিরাপত্তায় এই বিশেষ অবদানের জন্য ১৫০০ ডলার অর্থাৎ প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে ওই যুবককে।



মন্তব্য চালু নেই