গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

নারায়নগঞ্জের তল্লায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৪টার দিকে নারায়ণগঞ্জের নতুন কোর্ট তল্লা বড়বাড়ি এলাকায় জাভেদ মিয়ার চারতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া মনির হোসেনের ঘরে এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পোশাক শ্রমিক মিনারা বেগম ও তার স্বামী মনির হোসেন, তাদের ছেলে মিনহাজ, মিনারার ভাগিনা মো. রিমন ও ভাতিজা মো. আরিফ।

দুর্ঘটনার পর রিমনের বাবা শহীদ মিয়া দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন। এছাড়া দগ্ধ মিনহাজকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে মিনারা বেগমের শরীরের ৪০ শতাংশ এবং তার স্বামী মনির হোসেনের ২৩ শতাংশ, আরিফের ১৫ শতাংশ এবং রিমনের ১০ শতাংশ পুড়ে গেছে বলে ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন।

জানা গেছে, সকালে চুলা জ্বালাতে গেলে তা বিস্ফোরিত হয়। এতে পাঁচজন দগ্ধ হন। চুলার চাবি নষ্ট হওয়ায় তা ঠিক না করায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই