গ্যাস ডেলিভারি দিতে এসে ধর্ষণের চেষ্টা, ধরা পড়ল CCTV ফুটেজে
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল এক গ্যাস ডেলিভারি ম্যানকে। অভিযোগ, বাড়ির পরিচারিকা দরজা খুললে তাঁর সঙ্গে অসভ্য আচরণ করে ধৃত যুবক। পরে বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানিও করে।
পুলিস সূত্রে খবর, গত তেইশে নভেম্বর GC ব্লকের ২২২ নম্বর বাড়িতে গ্যাস দিতে যায় সুজয় মান্না। পরিচারিকা চিত্কার করলে পালিয়ে যায় সুজয়। সিসিটিভিতে উঠে যায় গোটা ঘটনা। সেই ফুটেজ খতিয়ে দেখে গতকাল সুজয় মান্নাকে ধরে বিধাননগর দক্ষিণ থানার পুলিস।
মন্তব্য চালু নেই