গ্যালারির গর্জন ভয় না পেতে ধোনিদের রবি শাস্ত্রীর পরামর্শ

মাঠে টাইগার-গ্যালারিতে টাইগার সমর্থক। এশিয়া কাপের ফাইনালে ভড়কে যাওয়ার জন্য যথেষ্ঠ উপাদান থাকতে পারে ভারতীয় ক্রিকেটারদের সামনে। তাই এশিয়া কাপের ফাইনালে গ্যালারির গর্জনে ভয় না পেতে টিম ইন্ডিয়াকে পরামর্শ দিয়েছেন ভারতীয় টিম ডিরেক্টর রবি শাস্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, গ্যালারি থেকে অনেক আওয়াজ আসবে। আমি আগেই খেলোয়াড়দের সতর্ক করেছি; মাঠের বাইরের আওয়াজের দিকে নজর দেওয়া যাবে না। আমরা যদি সেদিকে নজর দেই তাহলে দল চাপে পড়ে যাবে। তবে এটা ঠিক যে আমরা চাপে থেকেই মাঠে নামতে যাচ্ছি।

বাংলাদেশ এশিয়া কপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ভালো লড়াই করেছে।

শেষ ১০ ওভারের আগে পর্যন্ত ভারত একক ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে তারা ভালো লড়াই করেছে। ম্যাচের শেষ ১০ ওভারের আগে ওরাও ম্যাচে ছিলো। এরপর থেকে তো বাংলাদেশ অসাধারণ খেলছে।



মন্তব্য চালু নেই