গ্যালাক্সি ‘সি’ সিরিজে কম দামের ফোন আনছে স্যামসাং
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/04/2016_04_18_13_59_14_UNavZaz8BQbFVjgVuBDfKZG6EVTj7j_original.jpg)
দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি সি সিরিজের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। এটি হবে বাজেট স্মার্টফোন। আগামী মাসে এই ফোনটি চীনের বাজারে ফোনটি আসবে।
গুজব উঠেছে এই ফোনটির দাম হবে তুলনামূলক কম। এই পর্যন্ত স্যামসাং বেশ কয়েকটি সিরিজের স্মার্টফোন ছেড়েছে। এর মধ্যে আছে গ্যালাক্সি এ, গ্যালাক্সি ই, গ্যালাক্সি জে।
সি সিরিজের নতুন ফোনটিতে থাকছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। ফোনটির সম্ভাব্য মূল্য হবে ১৭০ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ৩০২ টাকা।
এর আগে স্যামসাং গ্যালাক্সি জে ৩ বাজার ছাড়ে। এই ফোনটিও ছিল সস্তার।
ফোনটির কনফিগারশন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
মন্তব্য চালু নেই