গ্যালাক্সি এস ৭ ফোনে সোনার প্রলেপ
সম্প্রতি অবমুক্ত হয়েছে স্যামসাংয়ের ফ্লাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ। এই ফোন দুইটি স্বর্ণ এবং প্লাটিনামের প্রলেপে বাজারে আসছে বলে স্যামসাং ঘোষণা দিয়েছে।
ফোন দুইটির এই স্পেশাল লাক্সারি ভার্সন পাওয়া যাবে ২৪ ক্যারেটের গোল্ড, ১৮ ক্যারেটের রোজ গোল্ড এবং প্লাটিনামের প্রলেপে।
স্পেশাল এডিশনের এই ফোন দুইটির প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। ১ হাজার ৭০০ ইউরো দিয়ে প্রি-অর্ডার করা যাবে।
স্যামসাং জানিয়েছে, ১১ মার্চ তাদের নতুন এই ফ্লাগশিপ ফোন বাজারে আসবে। তার ঠিক ২১ দিন পর স্বর্ণ খচিত গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ পাওয়া যাবে।
ট্রুলি এক্সকুইসাইট জানিয়েছে, স্পেশাল এডিশনের এই ফোনগুলো কিনতে গুনতে হবে পৌঁনে দুই লাখ টাকা। এই ফোনের সঙ্গে দেয়া হবে আকর্ষণীয় কাঠের বক্স।
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই এই এডিশনের ফোন কেনার জন্য ফরমায়েশ দেয়া যাবে। ফ্রি শিপিংয়ে স্যামসাং ফোনগুলো ঘরে পৌঁছে দেবে।
স্যামসাং এস ৭ এবং এস ৭ এজ ফোন দুইটির সঙ্গে বিনামূল্যে ভিআর হেড সেট কিংবা ইউলুপ হেডফোন দেয়া হবে।
মন্তব্য চালু নেই