গৌরনদীতে ২৪০ বোতল রেক্টিফাইড স্প্রীড সহ জামায়াত নেতা আটক
জেলার গৌরনদী উপজেলা জামায়াতের প্রভাবশালী সদস্য সৈয়দ নাসির উদ্দিনকে (৬৫) মঙ্গলবার রাতে ২৪০ বোতল রেক্টিফাইড ¯প্রীডসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নিজের মালিকানাধীন টরকী বন্দরের আনসারি হোমিও মেডিকেল হল থেকে তাকে আটক করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গৌরনদী সার্কেলের পরিদর্শক রায়হান আহম্মেদ জানান, আটককৃত জামায়াত নেতা নাসির উদ্দিন দীর্ঘদিন থেকে গোপনে স্থানীয় মাদক সেবীদের কাছে রেক্টিফাইড ¯প্রীড বিক্রি করে আসছিল। এ খবর জানতে পেরে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে কাটুন ভর্তি ২৪০ বোতল রেক্টিফাইড ¯প্রীড (আল.এস) সহ জামায়াত নেতাকে আটক করা হয়। অবৈধভাবে আমদানিকৃত এসব রেক্টিফাইড ¯প্রীড বিক্রয়ের জন্য মজুদ রাখা হয়েছিল।
তিনি আরও জানান, আটককৃতকে ওইদিন রাত নয়টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারীর আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে উদ্ধার হওয়া ২৪০ বোতল রেক্টিফাইড ¯প্রীড পুড়িয়ে ফেলেন।
মন্তব্য চালু নেই