গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী উৎসব

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের অধীনস্থ গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার দিনভর ব্যতিক্রমধর্মী উৎসব করেছেন কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, শিক্ষার্থীদের সংবর্ধণা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সড়কে বৃক্ষরোপন, মধ্যাহ্নভোজসহ দিনভর নানা কর্মসূচী পালন করা হয়। কলেজ অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে দিনভরের ব্যতিক্রমধর্মী উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলার দু’বারের শ্রেষ্ঠ মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

বিশেষ অতিথি ছিলেন কলেজ গবনিং বডির সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন মোল্লা। কলেজ সূত্রে জানা গেছে, সদ্যপ্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন শিক্ষার্থী। এছাড়া ১৬৮ জন শিক্ষার্থী এ গ্রেড, ১০৪ জন শিক্ষার্থী এ মাইনাস পেয়েছে। শতকরা পাশের হার ৯০%।



মন্তব্য চালু নেই