গৌরনদীতে পান চাষীদের মানববন্ধন
ভারত থেকে পান আমদানী বন্ধের দাবিতে মঙ্গলবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী ও বাটাজোর বাসষ্ট্যান্ডে পৃথকভাবে মানববন্ধন ও সমাবেশ করেছেন শত শত ক্ষতিগ্রস্থ পানচাষীরা। এসময় পান চাষীরা মহাসড়কে পান ছিটিয়ে ভিন্নতর প্রতিবাদ করেন।
সকাল নয়টায় টরকী বন্দর বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশ পান ব্যবসায়ী আল-আমিন হাওলাদারের সভাপতিত্বে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম সবুজ, পানচাষী খান নজরুল ইসলাম লাভলু প্রমুখ।
একইদিন সকাল আটটায় বাটাজোর বাসষ্ট্যান্ডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে জেলা কৃষক সমিতির সাধারন সম্পাদক কমরেড অধ্যক্ষ বিশ্বজিত বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন সভাপতি বজলুর রহমান, শান্তি রঞ্জন দাস, হারুন আকন, বায়জিদ ওমর প্রমুখ। বক্তারা বলেন, ভারত থেকে পান আমদানীর কারণে দেশের পানচাষীদের উৎপাদিত খরচের চেয়ে অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে। যেকারণে বরিশালের অসংখ্য পানচাষীরা ইতোমধ্যে পথে বসেছেন।
মন্তব্য চালু নেই