গৌরনদীতে ধ্বসে পড়েছে দু’শ বছরের পুরনো মঠ
গৌরনদী উপজেলার বার্থী এলাকার প্রায় দু’শ বছরের পুরনো হিন্দু সম্প্রদায়ের একটি মঠ সোমবার রাতে ধ্বসে পড়েছে। আকস্মিক ভাবে রাত সাড়ে নয়টার দিকে মঠটি ধ্বসে বার্থী-ভালুকশী সড়কে পড়ে সবধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘন্টা আপ্রান চেষ্ঠা চালিয়ে ধংসস্তুপ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় মোনাসেফ মামুন জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে বার্থী গ্রামের গোমস্তা বাড়ির অদূরের প্রাচীণ মঠটি আকস্মিক ধ্বসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা জানান, ৩০ থেকে ৩৫ ফুট উচ্চতার জরাজীর্ণ মঠটি সড়কের ওপর ধ্বসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিলো।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল দল ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে ধংসস্তূপ অপসারণ করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
মন্তব্য চালু নেই