গোসলের পর চুল পড়ে পুরো পরিবারের মাথায় টাক!

বাড়ির পাশে বসানো সরকারি টিউবওয়েলের পানিতে গোসল করে পুরো পরিবারের সদস্য চুল হারিয়ে টাক হয়ে গেছে। মোহাম্মাদ হাসিম নামে এক ব্যক্তির ছেলে-মেয়ে, স্ত্রী ও তার নিজের মাথার চুল পড়ে গেছে। এ নিয়ে ওই এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ভারতের বিহারে মাধুবনী জেলায় এ ঘটনা ঘটেছে। মোহাম্মাদ হাসিমের পরিবার তাদের বাড়ির পাশে বসানো টিউবওয়েলের পানি দিয়েই গোসলসহ অন্যান্য কাজ সারে। শুধু তারাই নন, আশপাশের বহু পরিবার এ টিউবওয়েলের পানি ব্যবহার করে। তবে হঠাৎ করে এ পানিতে গোসলের পর হাসিমের পুরো পরিবার টাক হয়ে যাওয়ায় গ্রামবাসী চিন্তায় পড়ে গেছেন। তারা ওই টিউবওয়েলের পানি ব্যবহার করা ছেড়ে দিয়েছেন। মোহম্মদ হাসিম বলেন, ‘টিউবওয়েলের পানিতে গোসল করার পর হঠাৎ তার স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। আমারও একই অবস্থা।’ অবিশ্বাস্যভাবে পরিবারের সব সদস্যের মাথার সব চুল উঠে গেছে। চিকিৎসকরাও এ রহস্যের কোনো সমাধান দিতে পারেননি।’ হাসিমের পরিবারের এ অবস্থার পর এলাকাবাসীর অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে গ্রামবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে বিডিওর নির্দেশে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয়েছে।



মন্তব্য চালু নেই