গোল্ডফিশের অপারেশন

পোষা প্রাণীর প্রতি মালিকের মায়াটা অনেক বেশিই থাকে। আদরের প্রাণীটির জন্য খরচ করতে পিছ পা হন না। এবার যুক্তরাজ্যের এক সৌখিন লোক অ্যাকুরিয়ামের গোল্ডফিশকে বাঁচাতে খরচ করেছেন ৪৬৫ ডলার।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই লোক জানান, সম্প্রতি তিনি দেখতে পান তার অ্যাকুরিয়ামের গোল্ডফিশটির পেট ফুলে গেছে এবং এটি মলত্যাগ করছে না। তিনি মাছটি নিয়ে নরফকের দক্ষিণ ওয়ালশাম এলাকার একটি প্রাণি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

চিকিৎসক জানান, মাছের পেটে অপারেশন করতে হবে এবং এর জন্য লাগবে ৪৬৫ ডলার। খরচের বহর শুনে তিনি সেখান থেকে বের হয়ে যান। দশ মিনিট পর টাকা নিয়ে আবারও চিকিৎসা কেন্দ্রে যান।

তিন ইঞ্চি লম্বা এবং তিন বছর বয়সী মাছটির অপারেশন করতে সময় লেগেছে ৫০ মিনিট।

মাছটিকে অ্যানেসথেসিয়া দেয়া চিকিৎসক মিস বেথেল বলেন, অপারেশনটি জটিল কিছু ছিল না। তবে ছোট্ট এই মাছটিকে অ্যানেসথেসিয়া দেয়ার প্রক্রিয়াটা ছিল জটিল। সঠিক সময়ে অপারেশন না করা হলে মাছটি মারা যেত।



মন্তব্য চালু নেই