গোলাপগঞ্জে হেল্পিং হেন্ডস ইউকে’র উদ্যোগে চিকিৎসার জন্য নগদ অর্থ দান
আজিজ খান, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র উদ্যোগে দূরারোগ্যে আক্রান্ত আমির উদ্দিন জুয়েলকে চিকিৎসা সহায়তা বাবৎ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম খান।
তিনি তার বক্তব্যে প্রবাসীদের হাতেগড়া এ সংগঠনের উদ্যোগকে স্বাগত জানান। বিদেশের মাটিতে থেকেও দেশের মাটি ও মানুষের কল্যাণে অবদান রাখায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি আর্ত্ম-মানবতার সেবায় তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র উপদেষ্টা আনোয়ারুল ইসলাম জবার সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র উপ-সম্পাদক ফয়ছল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সদস্য বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, প্রবাসী লেখক ও গীতিকার রুহুল আমীন রুহেল, ঢাকাস্থ সিলেট কল্যান সমিতির সেক্রেটারী বাহার আহমদ। বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর ফজলুল আলম, সমবায়ী ব্যক্তিত্ব নুরুল হক।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, আফজল হোসেন রফি, গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউকে’র সদস্য শামিম আহমদ, জিএম অপু শাহরিয়ার, রাজনীবিদ ছালিক আহমদ, সাংবাদিক শহিদুর রহমান সুহেদ, মাহবুবুর রহমান চৌধুরী, ইমরান আহমদ, হারিছ আলী, আলা উদ্দিন, কেএম আব্দুল্লাহ, জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ হকি ক্লাব সভাপতি তারেক আহমদ চৌধুরী, সেক্রেটারী ফাহমি আহমদ চৌধুরী, আফজাল হোসেন সুয়েল, জাহিদ হাসান রাতুল, রফি আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অসুস্থ আমির উদ্দিন জুয়েলের চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই