গোপন বৈঠকের বিষয়ে শিগগিরই জানাবে সরকার
সচিবালয়ভিত্তিক বিএনপিপন্থী ওএসডি কর্মকর্তাদের সঙ্গে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক সংক্রান্ত বিষয়ে জনগণকে দ্রুত জানানো হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
রোববার দুপরে সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইসমত আরা বলেন, ‘এ মুহূর্তে আমরা কিছু বলবো না। দেশে সরকারি কর্মচারি আইন রয়েছে। বিধি মোতবেক এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই এ বিষয়ে খোঁজ-খবর শুরু হয়েছে। এর ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেব।’
গুলশানের বৈঠকে কত জন কর্মকর্তা উপস্থিত ছিলেন- জানতে চাইলে তিনি বলেন, ‘কতজন ছিলেন তা এখনো বলা সম্ভব না। সেখানে সরকারি কর্মকর্তা ছিলেন বলে আমরা জেনেছি। বাকিটা তদন্তের পরে বলা যাবে।’
তদন্ত কমিটি গঠন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, ‘এখনো এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। গঠন হলে আপনারা জানতে পারবেন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তত ২০ জন সরকারি কর্মকর্তা বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান। এর প্রায় আধ ঘণ্টা পর সেখানে পৌঁছান বেগম খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যোগ দেন বৈঠকে। চেয়ারপারসনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তারা। চেয়ারপারসনের সব বৈঠক সম্পর্কে আগে থেকেই গণমাধ্যমকে জানানো হলেও, ওইদিন কোন সাংবাদিককে জানানো হয়নি। তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি। সে সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কোনো গোপন বৈঠক নয়। কয়েকজন সাবেক কর্মকর্তা গুলশান কার্যালয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে দলের চেয়ারপারসনের মতবিনিময় হয়েছে।
মন্তব্য চালু নেই