গোপন তথ্য ফাঁস, সানিয়া ভারতকে সাপোর্ট করেন!
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক ও সানিয়া মির্জার প্রেম ও বিয়ের খবর সবারই অন্তরে। ভক্তদের প্রত্যাশা চিরকাল অটুট থাকুন এ বাঁধন। তবে এবার এ অটুট বাঁধনের মাঝে আলোচনায় তাদের গুরুত্বপূর্ণ এক প্রসঙ্গ। ভারত ও পাকিস্তানের মধ্যে আইসিসির আসর ছাড়া মাঠে গড়াচ্ছে না অন্য কোনো ম্যাচ।
এশিয়াকাপ খেলতে ঢাকায় শোয়েব মালিক। তিনি জানালেন তার স্ত্রীর সাথে তার বিরোধের বিষয়ে। মালিক জানান, সানিয়া এখনো পাকিস্তানের সাপোর্টার হতে পারেনি।
তিনি এখনো ভারতকে সাপোর্ট করেন। এবারের এশিয়াকাপ ও বিশ্বকাপেও তাই। ভারত ও পাকিস্তান মুখোমুখি হলে সানিয়া থাকবেন ভারতের সমর্থক। অন্যদিকে পাকিস্তানের জন্য ঘাম জড়াবেন মালিক। মালিক বলেছেন, সানিয়া অবশ্য আমার ভক্ত। আমি ভালো খেললে ওর ভালো লাগে।
আমি ব্যাট হাতে যেন রান পাই সানিয়া এই দোয়া করতে থাকে। কিন্তু দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত।
মন্তব্য চালু নেই