গোপন তথ্য প্রকাশের সাহসী অভিযানে শ্রাবন্তী

এবার সাহসী অভিযানে নেমেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গোপন তথ্য জনগণের কাছে প্রকাশ করার দায়িত্ব কাধে তুলে নিয়েছেন তিনি। এজন্য হয়েছেন জাতির বিবেক সাংবাদিক। তবে এই মিশন বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায়।

পল্লব গুপ্তা পরিচালিত ‘শেষ সংবাদ’ সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী। সম্প্রতি ইউটিউবে এর ট্রেলার প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, সরকারি হিসেবের তালিকায় মানুষ মরেছে চৌদ্দজন। এদিকে হাসপাতাল ভরছে আহতদের ভিড়ে! পোড়ানো হচ্ছে লাশের পর লাশ! ধর্ষিতা হচ্ছে নারীরা। অথচ পুলিশ এ সব তথ্য গোপন করে যাচ্ছে। এই লোকানো তথ্য সাংবাদিক হিসেবে সবার সামনে তুলে ধরার অভিযানে দেখা যাবে শ্রাবন্তীকে।

তবে ট্রেইলারে দেখা সিনেমার গল্প নিয়ে জল্পনা শুরু হয়েছে টলিউডে। কারণ এ সিনেমার কাহিনি আদতে পশ্চিম বঙ্গের নন্দীগ্রামের ঘটনা। সেখানে জমি নিয়ে যে রাজনীতি হয়েছিল তাই তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। তবে এ বিষয়ে এখনো কিছু বলেননি নির্মাতা। তবে প্রশ্নের জবাব নিয়ে জুলাই মাসেই পর্দায় আসেছে সিনেমাটি।



মন্তব্য চালু নেই