গোপনে বিয়ে করেছিলেন ব্র্যাঞ্জেলিনা জুটি
গেল আগস্টে ফ্রান্সের মিরাভালে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। কিন্তু এর আগেই তারা একবার গোপনে বিয়ে করেছিলেন বলে স্বীকার করেছেন জোলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘ফ্রান্সে বিয়ে করার আগে ক্যালিফোর্নিয়াতেও আমরা একবার বিয়ের পিঁড়িতে বসেছিলাম। তখন আমাদের সঙ্গে সন্তানরাও ছিলো।’
তিনি আরো বলেন, ‘একদিন বিকেলে ব্র্যাডকে আমার সঙ্গে দেখা করতে বললাম, নির্দিষ্ট স্থানে সে আসার পর আইনজীবীর উপস্থিতিতে আমাদের বিয়ে সম্পন্ন হয়।’
এদিকে জোলির এমন বেফাঁস মন্তব্যের কারণে বেকায়দায় পড়েছেন ব্র্যাডপিট। অন্যদিকে দাম্পত্য জীবন নিয়ে ব্র্যাঞ্জেলিনা জুটি খুব একটা সুখে নেই বলে জানা গিয়েছে।
মন্তব্য চালু নেই