গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ টনি (৩০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত টনি গোদাগাড়ী উপজেলার চাঁপাল গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার জানায়, সোমবার বেলা এগারোটার দিকে টনি গোদাগাড়ী থেকে ভুটভুটি যোগে রাজশাহী শহরে যাচ্ছিলেন। পথে পবার মুরারিপুর এলাকায় রাজশাহী-চাঁপাই মহাসড়কে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে ভুটভুটিটি উল্টে যায়। এতে টনিসহ ভুটভুটি কয়েকজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় টনি রাত আটটার দিকে মারা যান।
মন্তব্য চালু নেই