গোঁফের আড়ালে বলিউডি নায়িকারা…

চরিত্রের প্রয়োজনে কত কি সাজতে হয় বলিউডি নায়িকাদের। বাদ যায় না পুরুষের সাজ। গোঁফ দাড়িতে নিজেকে লুকিয়ে ভিন্ন মাত্রায় পর্দায় আসেন তারা। মধুবালা থেকে আজকের আলিয়া ভাট- প্রায় সকলেই গোঁফে তা দিয়ে উপস্থিত হয়েছেন রূপালী পর্দায়। গোঁফের আড়ালে এমনই নায়িকারা-

মধুবালা: ১৯৫৬ সালের ‘রাজ হাত’ ছবিতে গোঁফ লাগিয়ে পুরুষ সাজেন মধুবালা।

তনুজা: ‘দো চোর’ ছবিতে তনুজা পর্দায় আসেন হ্যান্ডসাম পুরুষের বেশে।

সায়রা বানু: জ্যোতিষী মশায়ের সাজে ‘দো জঙ্গলি’ ছবিতে গোঁফ লাগিয়ে দর্শকের সামনে আসেন সায়রা বানু।

শ্রীদেবী: ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে বাটারফ্লাই গোঁফে পর্দা কাঁপান ‘মিস হাওয়া হাওয়াই’।

রাভিনা ট্যান্ডন: সত্যিই, গোঁফেও বলিউডি নায়িকারা ‘এক সে বাড়কে এক’। আর তাই দাড়ি-গোঁফের আড়ালে ধর্মপ্রাণ শিখ হয়ে উঠেছেন রাভিনা।

রানি মুখার্জি: ‘দিল বোরে হাড়িপ্পা’ ছবিতে অনেকটা সময় পুরুষের সাজে দেখা যায় রানিকে। ক্রিকেটার বলে কথা!

বিদ্যা বালান: ‘ববি জাসুস’ ছবিতে তুখোড় গোয়েন্দা বিদ্যা। আর তাই তদন্তের স্বার্থেই সকলের সামনে ঘুরে বেড়ান গোঁফে ঢাকা নায়িকা।

সোনম কাপুর: ‘ডলি কি ডোলি’ ছবিতে গোঁফেও বেশ স্টাইলিশ সোনম।

আলিয়া ভাট: আগামী ছবিতেই শহিদ কাপুরের সঙ্গে গোঁফওয়ালা আলিয়া আসছেন ‘শানদার’ মহিমায়।



মন্তব্য চালু নেই